মোবাইল হেল্প ২

নোকিয়া মোবাইলের কিছু গোপন কোড

*#06# IMEI (International Mobile Equipment Identity) নাম্বার চেক করার জন্য ।
*#7780# ফ্যাক্টরী সেটিংস রিসেট করতে ।
*#67705646# এলসিডি ডিসপ্লে রিসেট করতে (operator logo).
*#0000# software version চেক করতে ।
*#2820# Bluetooth device এর ঠিকানা প্রদর্শন ।
*#746025625# সিম লক স্ট্যাটাস ।
*#62209526# - WLAN adapter এর ম্যাক এড্রেস প্রদর্শন । এটি একমাত্র WLAN সাপোর্টেড মোবাইলের জন্য ।
#pw+1234567890+1# সিমের সীমাবদ্ধতা প্রদর্শন ।
*#92702689# - takes you to a secret menu where you may find some of the information below: ডিভাইসের গোপন তথ্য দেখা যাবে ।যেমন-
1. Displays Serial Number.
2. Displays the Month and Year of Manufacture
3. Displays (if there) the date where the phone was purchased (MMYY)
4. Displays the date of the last repair – if found (0000)
5. Shows life timer of phone (time passes since last start)

উল্লেখ্য সব কোড সব সেটে সাপোর্ট নাও করতে পারে ।
নিজের মোবাইল এ নিজের নাম্বার দেখুন
GP user-pre:*111*8*2#
 post:*111*8*3# *

Robi user-*140*2*4# *

Banglalink? user-*666#? *

Airtel user-*121*6*3#

NOKIA PHONE SOFTWARE UPDATE

সবাই নিজেদের পিসি‘র উইন্ডোজ আপডেট করেন বিভিন্ন কারনে।দেখা যায় এটাতে আমরা ভালো কিছু জিনিস উপলব্ধি করি।হয়তো কিছু জিনিস ভালোভাবে আপডেটেড পেয়ে ব্যাবহার করা যায়।সেই ক্ষেত্রে নিজেকেও আপডেট রাখলেন।এত দিন পিসিতে করছেন।আজ করবেন আপনার প্রিয় নকিয়া ফোনে।
এই নকিয়া ফোন কে Care Center’এ নিয়ে গেলেই গুনতে হয় সাধ্যের বাহিরে টাকা।ওয়ারেন্টি থাকলে তো কথাই নেই।একটানা ৬ থেকে ১০ দিন পর আসতে বলবে।আবার যদি লোকাল সার্ভিসিং সেন্টায়ে নিয়ে যান,তবে তাদের কাছে থাকেনা আপডেটার সফ্টওয়্যার বা কম্পিটেবল ডাটা ক্যাবল।দিয়ে দিবে সাধারণ একটা ফ্ল্যাশ।যেটা দিলে আপডেট কোন ফিচার আপনি পাচ্ছেননা।
হয়তো আমাদের ফোনের বাজে সফ্টওয়্যার এর কারণে এসব কিছু রোগ দেখা যায়ঃব্যাটারিতে চার্জ থাকেনা বেশিক্ষন,মিউজিক প্লেয়ার হ্যাং হয়ে যায়,থার্ড পার্টি থিম বা সফ্টওয়্যার ইরর দেখায়,ফন্টস মিসিং হয়ে যায়,ইউজার সার্টিফিকেট এক্সপায়ার্ড হওয়া তো নিত্য ঘটনা।এসব কিছুকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসুন।এত কিছুর জন্য অন্যের ধর্না দিতে যাবেন কেন?নিজের পিসিতে করে ফেলুন বাসায় বসেই।আরেকটা ব্যাপার আপনাদের জন্য সুখবর বটে।তা হল,অনেকেই ফোনে Security Code দিয়ে ভুলে যান কয়েকদিন পরেই।এমন কোড দিবেন কেন যেটা ভুলে যাবেন?যাক এটাও এখন আপনার হাতের মুঠোয়।সেই কোড রিসেট করে ফেলুন এই চান্সে।আমি এই পোস্ট টা লিখতে যেয়ে টেস্টের জন্য নিজের ফোন(নকিয়া ৬৫০০-s1)কে একবার গলা টিপে মেরে ফেলেছিলাম।তারপর আবার বাঁচিয়েছি! :-P
ভাই ও বোনেরা,বুঝতে পারছেন যে সব কিছুই আপনার দ্বারা করা কোন ব্যাপার না।কিন্তু আবারও সাবধান করে দিচ্ছি যে,এই কাজটা করতে গেলে অনেক হুশিয়ার থাকতে হয়।একটু এদিক সেদিক হলেই . . .
আপনার ফোনের অরিজিনাল ডাটা ক্যাবল কি আছে আপনার কাছে?অরজিনাল কিনা বুজবেন কিভাবে? এখানে এবং এখানে দেখুন অরিজিনাল ডাটা ক্যাবল কাকে বলে।
অরিজিনাল ডাটা ক্যাবল না হলে কাজ টা অনেক স্লো হয়ে যায়।
যা যা করতে হবে তা দেখুন।
আগে দেখে নিন ফোনে ফুল চার্জ আছে কিনা।এবং আপনার যদি আশঙ্কা থাকে যে বিদ্যুৎ চলে যাবে ফোন Software আপডেট এর সময় তাহলে এই কাজে হাত না দেওয়াই ভালো।কারণ মাঝে যদি আপডেট এর সময় ফোন অফ হয়ে যায় NOKIA PHONE SOFTWARE UPDATER এর সিস্টেম ছাড়া তাহলে ফোনটা হারাতে হবে শেষ পর্যন্ত।মূল কথা এই কাজের সময় ফোন এবং পিসি কোনটাই যেন অফ হয়ে না যায়।
ফোনের সফ্টওয়্যার আপডেট করতে NOKIA PHONE SOFTWARE UPDATER নামের সফ্টওয়্যার টি প্রয়োজন।তবে আগেই লেটেস্ট NOKIA SUITE অথবা PC SUITE সফ্টওয়্যার টি নামিয়ে নিন।যেকোনো একটা ইন্সটল করে রেখে দিন।এবার এখানে যেয়ে আপনার ফোন টি নির্বাচন করে নিচে থেকে NOKIA PHONE SOFTWARE UPDATER নামের সফ্টওয়্যার টি নামিয়ে নিন।
নামানোর পর অবশ্যই আপনাকে ডাইরেক্ট পিসি থেকে ফার্মওয়্যার এবং ভার্শন ফিচার আপডেট করতে হবে ছবির মত।
ফোন কানেক্ট করুন ডাটা ক্যাবল এ।আপনার ফোনের প্রয়োজনীয় জিনিস(Contact,Message,Photo,MP3 Tracks,Video,Softwares And Applications,Settings) পিসি তে অথবা মোবাইলের মেমোরি কার্ডে রেখে দিন।
ও!আপনার ফোনের জন্য লেটেস্ট সফ্টওয়্যার আছে কিনা তা দেখার জন্য এই লিংকে যান।অথবা সরাসরি ফোন থেকেও জেনে নিতে পারবেন।অথবা PC SUITE এ নিচের একটি অপশন থেকেই জেনে নিতে পারবেন।তবে এটা না করলেও পারেন।কারণ,NOKIA PHONE SOFTWARE UPDATER সফ্টওয়্যার টি ডাটা ক্যাবল এ ফোন কানেকশন পেলেই বলে দিবে লেটেস্ট সফ্টওয়্যার আছে কিনা।
না থাকলে বর্তমানটাকেই আবার আপডেট করতে পারবেন।
ফোনের জন্য আপডেট সফ্টওয়্যার থাকলে একই অবস্থায় আপডেট সফ্টওয়্যার ডাউনলোড করতে হবে এভাবে।
সফ্টওয়্যার ডাউনলোড শেষে ইন্সটল হতে থাকবে।
ইন্সটলের মাঝে বেশ কিছু স্টেপ আছে যেখানে হুশিয়ার থাকা দরকার।দেখুন সেগুলো।
এখানে ক্যাবল অটোমেটিক ছেড়ে দিবে এবং আপনাকে ক্যাবল খুলে ফোন অন অফ করে আবার ক্যাবল লাগাতে হবে।
এখানে আপনার ফোন দুই বার রিস্টার্ট নিবে নিজ থেকে।
এখানে আপনার ফোন রিস্টার্ট নিলে যদি সিমের পিন কোড চায় তবে তা দিতে হবে।এবং ডাটা ক্যাবল কানেকশনে OVI SUITE বা PC SUITE সিলেক্ট করতে হবে।
আপনার ফোন সফটওয়্যার আপডেট শেষ।এবার নিশ্চিন্তে ব্যাবহার করুন নকিয়া ফোনটি।
তবে একটা কথা বলে দেই,আপনার ফোনের জন্য যদি লেটেস্ট সফটওয়্যার আপডেট না থাকে এবং আপনি যদি বর্তমান সফটওয়্যার আবার আপডেট করেন তবে আপনার দেওয়া Security Code রিসেট হবেনা।আপনার সব কিছুই অপরিবর্তিত থাকবে।
ভাবছেন এখানে তো NOKIA SUITE অথবা PC SUITE এর কাজ নেই।না তা ঠিক না।NOKIA SUITE অথবা PC SUITE এ ভালো মানে NOKIA CONNECTIVITY CABLE DRIVER দেওয়া আছে।
আমি কিছু দিন আগেই আমার ২ টা ফোনের(নকিয়া এক্স২-০০ এবং নকিয়া ২৬৯০)সফটওয়্যার আপডেট করেছি নিজেই।
এখন টেস্ট এর জন্য করেছি কিভাবে?আমি নেট চালাই নকিয়াএক্স২-০০ তে।এটা কে PC SUITE দিয়ে Bluetooth এর মাধ্যমে নেট কানেকশন দিয়ে নকিয়া ২৬৯০ কে ডাটা ক্যাবল এ কানেকশন দিয়েছি PHONE SOFTWARE UPDATE এর জন্য ।অবশ্য NOKIA SUITE অথবা PC SUITE ছাড়াও শুধু Bluetooth এ নেট চালানো যায়।এতে স্পীড ও ভালো পাওয়া যায়।আমার উইন্ডোজ সেভেন এ এভাবেই চালাইতে হয় মাঝে মাঝে।
তাহলে আজ এই পর্যন্তই।ভালো লাগলে কমেন্ট করতে ভুলে যাবেননা।
সবাই ভালো থাকুন।আল্লাহ হাফেজ।


কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনা সম্ভব

আজ একটি ছোট সফট ওয়্যারের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছোট হলেও অনেক জরুরী,আমরা যারা কম্পিউটার নিয়ে নাড়া চাড়া করি তাদের জন্যতো বটেই। কিছুদিন পূর্বে আমার একটি ফোল্ডার মুছে গিয়ে বড় বিপদে পড়েছিলাম, তখন এগিয়ে এলেন আমাকে সাহায্য করার জন্য আমার প্রিয় একজন অভি ভাই। তার পূর্বেই বিভিন্ন রিকভারি সফট দিয়ে ফোল্ডারটিকে ফেরত আনার চেষ্টা করি, ভাল ভাবে সফল হতে পারিনি। অভি ভাইয়ের পরামর্শ মত Recuva নামের সফট দিয়ে চেষ্টা করলাম এবং বেশ কিছু রিকভারি করা গেল কিন্তু সব পেলাম না। সর্বনাশ যা হবার তা আগেই হয়ে গেছে। এখন ভাবি ইশ সফটি যদি আর একটু আগে পেতাম তাহলে ফোল্ডারটি সম্পূর্ণ ফেরত পেতে পারতাম। আজ উল্লেখিত Recuva সফটি ভাল করে ঘাটাঘাটি করে যা দেখলাম, আশ্চর্য না হয়ে পারলাম না। হা বন্ধুরা এটা দিয়ে আপনার কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনা সম্ভব ও কম্পিউটার এর যে কোন ড্রাইভ এর ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য। আর দেরি কেন তবে, দেখি এটা কি ভাবে কাজ করে। প্রথমে আপনাকে Recuva সফটি(মাত্র ২.৩৩ MB) এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে লিংকটিhttp://www.piriform.com/recuva/download/standard  যদি সার্ভার সমস্যা হয় তবে বিকল্প লিংকএখানে ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন করুন নিচের চিত্রের মত আসবে

Next করুন। 
Other সিলেক্ট করে Next করুন।
In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড এর ফাইল ফেরত পেতে চান তা  সিলেক্ট করুন, তারপর Next করুন (অবশ্যই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।
Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।
কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।
Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।
যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন।
উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন।

এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yeas করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।
ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন।
screenshots দেখতে চাইলে এই লিংকে দেখুন <a href=”http://www.piriform.com/recuva/screenshots”>http://www.piriform.com/recuva/screenshots