পিসি হেল্প ২

সফটওয়্যার ছাড়া Logon Screen Change করুন।

আমরা অনেকেই Windows 7 এ Logon Screen Change করি বিভিন্ন soft ব্যাবহার করে ।
আজ আপনাদের সফটওয়্যার ছাড়া কীভাবে Logon Screen Change করে তা দেখাব ।
নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১: উইন্ডোজ key + R Press করে run এ গিয়ে regedit লিখুন.
২: এর পর নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
HKEY_LOCAL_MACHINE → SOFTWARE → Microsoft →Windows →CurrentVersion → Authentication → LogonUI → Background.

৩: Background এ গিয়ে যদি OEMBackground নামে কোন button না থাকে তাহলে Background এ Right click করে OEMBackground নামে DWORD(32-bit) Value মান যোগ করুন.
৪ : OEMBackground উপর Double click করে এর value data 1 করুন ।
৫: এবার C:\Windows\System32\oobe যান ।
৬: Find নামে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং এটি খুলুন এবং তাতে background নামে আরেক টা ফোল্ডার তৈরি করুন ।

৭: এবার background ফোল্ডার এ আপনি আপনার পছন্দসই wallpaper টি backgroundDefault.jpg নামে rename করুন(ইমেজ সাইজ 245KB or এর কম হবে).
now just log off or reboot your PC and enjoy.
or
আপনি যদি রেজিস্ট্রি মধ্যমে করতে না চান তাহলে এখানে ক্লিক করে ২৪২kb সফটওয়্যার টির মাধমে সহজেই Logon Screen Change করতে পারবেন ।

 লেখা (টেক্সট) পড়ে শুনাবে

আবার একটি লেখা পড়ে শোনার সফট নিয়ে এলাম আপনাদের জন্য। এবার একটু ভিন্ন ধাঁচের। কেন বলছি একথা? স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠবে। আর আপনাদের প্রশ্নের উত্তরে আমি আপনাদের এই তথ্য দিচ্ছি যে, এটি শুধু লেখা পড়েই শোনাবে না, সাথে সাথে গোটা টেক্সট ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করতে সক্ষম। আপনি যখন খুশি wav কিংবা mp3 ফরম্যাটে সেটা শুনে নিতে পারেন ও লেখার ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারেন। আজ আপনাদের যে সফট এর কথা বলছি সেটি হল Balabolka নাম এবং মাত্র ৬.৮ মেগাবাইটের। এটি একটি ফ্রী সফট। কোন সিরিয়াল কিংবা ক্র্যাকের প্রয়োজন নেই। এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ওপেন করুন

এখানে আপনি নিম্নের ধাপ অনুসরণ করে লেখা পড়ে শোনার কাজ ও অডিও ফরম্যাটে কিভাবে সেভ করা যায়, তা দেখে নিন।

File থেকে Open করুন টেক্সট ফাইল ( অবশ্যই ইংরেজী হতে হবে)।
  1. এখানে (Read Aloud) এ ক্লিক দিয়ে টেক্সট টির অডিও শুনতে পারেন।
  2. এখানে ( Save Audio File) এ ক্লিক দিয়ে আপনি wav অথবা mp3 ফরম্যাটে টেক্সট টি অডিওতে রুপান্তর করে সেভ করে নিতে পারেন। প্রয়োজনে লেখার ভুল ত্রুটি দেখে নিতে পারেন।
তো বন্ধুরা ডাউনলোড করে নিন ঝটপট এবং উপভোগ করুন।

নেটওয়ার্ক -এর সকল পিসি এখন আপনার হাতের মুঠে
সবাই কে সালাম জানিয়ে শুরু করলাম , কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ।আজ আমি একটা মজার জিনিস শেয়ার করবো ,আমি জানি হয়ত অনেক এ জানেন এই ব্যাপারটা আর যারা জানেন না তাদের জন্য আমার এই লিখাটা তাদের জন্য,যাক আর কথা না বলে শুরু করা যাক ।
সত্যি কথা বলে কি ,আমি আর আমার এক ফ্রেন্ড এই সফটওয়্যারটার সত্যটা যাচাই করতে গিয়ে ছিলাম একটা সাইবার ক্যাফেতে ,তার পর ২ জনে ২টা পিসি তে বসে রইলাম ,তার পর কিছু ক্ষণ পর দেখলাম একটা Phillipini মেয়ে এসেছে ,তো আমি দোকানদার কে বলাম ,ভাই এইটা দিয়ে দেন ,আমার ইউস করা শেষ , আর আমি গিয়ে বসলাম আমার ফ্রেন্ড এর পাশে ,এই বার মজা শুরু হলো ,প্রথমে দেখলাম সে স্ক্যাইপ এ লগ ইন করছে ,তারপর তার বয় ফ্রেন্ড এর সাথে চ্যাট শুরু করে দিছে ,আর আমারা পাশের কেবিনে বসে সব কিছু দেখতে লাগলাম :D
যাক এইবার আসাল কথা শুরু দেই,এটা সাধারণত ব্যাবহার করা হয়, কম্পিউটার ল্যাব,সাইবার ক্যাফে,স্কুল,কলেজ এবং অফিসে । তবে এটা ব্যাবহার করার পূর্বে দেখতে হবে সব কম্পিউটার গুলো একই নেটওয়ার্ক এর কিনা ? তাহলে প্রথমে ডাউনলোড করে নিনঃ
এই বার ডাউনলোড করা হয়ে গেলে, আপনাকে ইন্সটল করতে হবে,বাট এটা ইন্সটল করাটা একটু জামেলা ,অন্য সব সফটওয়্যার এর মতো না । তাহলে শুরু করা যাকঃ
কিভাবে ইন্সটল করতে হয় ?
যখন-ই সফটওয়্যার টি ইন্সটল করতে যাবেন,তখন ২টা অংশ দেখতে পারবেন একটা হচ্ছে Console এবং অন্যটি হচ্ছে Agent ,এই বার Console মুডটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিন এর জন্য আর Agent টা হচ্ছে যাদের কে মনিটরিং করা হবে ।
এখন সফটওয়্যার টি ইন্সটল করার সময় Click here to install ″Classroom Spy Professional Console″ এবং Click here to install ″Classroom Spy Agent নামে ২টা অপশন থাকবে তার পর Click here to install ″Classroom Spy Agent″ এ ক্লিক করে ইন্সটল শুরু করে দিন । এবং একটা পাসওয়ার্ড সেট করুন যা পরবর্তীতে কাজে লাগবে ।
এইবার আপনি যে কম্পিউটার থেকে সকল কম্পিউটার কে নিয়ন্ত্রণ করতে চান সে খানে গিয়ে Click here to install ″Classroom Spy Professional Console মুডে ইন্সটল করা শুরু করে দেন . তার মানে হচ্ছে আপনি যত গুলো পিসি কে নিয়ন্ত্রণ করতে চান ,সব গুলো তে আপনাকে একই ভাবে ইন্সটল করতে হবে ।
কিভাবে পিসি যোগ করবেনঃ
উপরে লিখা আছে Add Computer .এবার Remote computer (host or IP) এ রিমোট কম্পিউটারের নাম বা আইপি এড্রেস লিখুন, Nikename এ কম্পিউটারটির নাম দিন তার পর মনে আছে উপরের একবার বলে ছিলাম পাসওয়ার্ড দিতে , ওই পাসওয়ার্ড টা এখানে দিবেন . এইবার Advanced Options গিয়ে নিজের ইচ্ছা মতো কিছু জিনিস করতে পারেন । দরকার না হলে করার দরকার নাই ।
কিভাবে দেখতে হয়ঃ
এইবার যে পিসি কে দেখতে চান,তারুপরে মাউস দিয়ে ক্লিক করে যুম এ দেখতে পারবেন। আর যদি কোন কাজ করতে চান তাহলে Enable Control এ ক্লিক করে কাজ করতে পারেন.
এছাড়া আরো অনেক কিছু করতে পারেন ,যেমন Desktp Recording,Block,restart/Shutdown সহ মজার সব জিনিস ।

Software টির নাম Windows 7 manager

আমরা PC তে System Speed , Repair , System Information , Junck File , Registry Clean , Registry Defragment , Duplicate Files Find , Desktop Clean , File Undelete , Customize System , System Security , Windows Utillities ইত্যাদি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন Software ব্যাবহার করি । মাঝে মাঝে ভাবি যদি সব কাজ একটি Software দিয়ে করা যেত , তাহলে কতই না ভাল হত !
আমি এখন যে Software এর কথা বলব তা আপনার সকল হতাশা দূর করবে ।
এর রয়েছে….
Information:
1.System Information
2.Process Manager
3.Optimization
4.1-Click Cleaner
5.Repair Cente
Optimizer:
6.System Speed
7.Startup Manager
8.Task Scheduler
Cleaner:
9.Disk Analyzer
10.Smart Uninstaller
11.Junck File Cleaner
12.Duplicate Files Finder
13.Registry Cleaner
14.Registry Defragmenter
15.Desktop Cleaner
Customization:
16.Customize System
17.Jump list Launcher
18.Boot Configuration
19.Contex Menu
20.Run-Shortcut Creator
21.Visual Customizer
Security:
22.System Security
23.Other Security
24.Drives and Programs
25.Files and Folders
26.File Undelete
27.Privacy Protector
Network:
28.System Network
29.IE Manager
30.IP Switcher
31.Hosts Editor
Misc. Utillities:
32.My Task
33.Windows Utillities
34.File Splitter
35.Super Copy
36.Registry Tools
সহ বিভিন্ন ধরনের ৩৬ টি Options । যা যা আপনি চান ।
ডাউনলোড লিংক :http://www.mediafire.com/?123u2ct24hzuith
Note: Keygen এ ডাবল ক্লিক করলে Activation Key পাওয়া যাবে । Install করার পর Activation Key চইবে, তখন ঐ Key দিয়ে Activate করতে হবে । Update করা যাবে না । Online এ থাকা অবস্থায় Program টি Run করা যাবে না । Online এ থাকা অবস্থায় Program টি Run করলে আবার Activation Key চাইতে পরে । তখন Offline এ গিয়ে পুনুরায় Activation Key দিয়ে Activate করতে হবে ।

এক ক্লিকে বন্ধ করুন আপনার হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা যখন কম্পিউটার চালাই তখন অনেক সময় দেখা যায় যে কোন একটা প্রোগ্রাম হ্যাং হয়ে গেল। এই সমস্যা হতে উদ্ধার হওয়ার জন্য আমরা টাস্ক ম্যানেজারের কাছে সাহায্য চাই। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটার সাহায্যে এক চাপেই বন্ধ করতে পারবেন আপনার হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম। তাহলে চলুন দেখি প্রথমে ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করুন এবং new তে গিয়ে shortcut সিলেক্ট করুন তাহলে আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে। সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
taskkill.exe /f /fi “status eq not responding”
শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার দেওয়া নামে একটা শর্টকাট তৈরী হয়েছে আপনার ডেস্কটপে এখন থেকে কোন প্রোগ্রাম হ্যাং হলে শুধু এখানে একবার ডাবল ক্লিক করুন। ব্যাস। সবাইকে ধন্যবাদ।