পিসি হেল্প ১


হার্ডওয়্যার আপগ্রেড ছাড়াই কম্পিউটারের স্পীড বাড়ানো সম্ভব

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই, আমরা কম্পিউটারকে আমাদের সাথে তাল মিলিয়ে চালাতে চাই, গতিময় করতে চাই। অনেক ক্ষেত্রে আমাদের অনেকের হার্ডওয়্যার আপগ্রেড করে কম্পিউটারকে গতিময় করার সামর্থ্য থাকে না। তাই, বিভিন্ন সফটওয়্যার ইন্সটল করে এই সমস্যার সমধান পেতে চেষ্টা করি। অনেকেই অনেক বড় আকারের অপটিমাইজার, ওভারক্লক করি। কিন্তু, তা ইন্সটল করতে যেমন রিসোর্স ব্যাবহার করতে হয়, তা অনেকের কম্পিউটারের কম্ফিগারেসনের সাথে মিলে উঠে না।
তাই, আজ আপনাদের সাথে শেয়ার করবঃ JetBoost নামে একটি সফটওয়্যার। হয়তবা অনেকেই জানেন, তবু ও যারা জানেননা তাদের জন্য আমার এই পোস্ট।
বিস্তারিত তথ্যঃ
ভার্সন: Beta 2.0 (ফ্রী)
সাইজ: 2.67 MB
প্লাটফর্ম:Microsoft Windows 7, Vista, XP and 2000. Including both 32-bit and 64-bit versions.
রিলিজ হয়েছে: 2011/11/16
ভাষা: English

ব্যাবহারবিধিঃ
১. ডাউনলোড লিঙ্কঃ http://www.bluesprig.com/jetboost.html -> “Download Now” ক্লিক করুন।
২. ইন্সটল করুন।আপনি এই সফটওয়্যারটি ৩টি মোডে চালিয়ে আপনার পিসিকে গতিময় করতে পারবেন।
৩. দেখুন কতটা স্পীড বেড়েছেঃ

কি কি সুবিধা পাবেন?
১. অদরকারী উইন্ডোজ প্রসেসগুলো বন্ধ করে দিবে।
২. অটো-আপডেট বন্ধ রাখবে
৩. রেম পরিষ্কার রাখতে পারবেন।
৪. এক্সপ্লোরার বন্ধ রাখতে পারবেন
৫. ক্লিপবোর্ড পরিষ্কার রাখতে পারবেন।
৬. যারা গেমস খেলেন তাদের উপযোগী করে আপনার কম্পিউটারকে সেট করতে পারবেন।
৭. আর ইচ্ছে করলে পুরনো সেটিংসে ফিরে যেতে পারবেন ‘Restore’ বাটনে ক্লিক করে।


মাইক্রোসফট অফিস ২০১০ সাথে অ্যাক্টিভ কী সাড়া লাইফের জন্য ।

সবাই কে সলাম দিয়ে শুরু করলাম ,আশা করি সবাই ভালো আছেন ,যাক ভালো থাকেন এই কামনা করি। আসলে এই পোষ্ট টা আমি আরো আগেই করতে পারতাম,বাট করি নাই কারন হচ্ছে এত বড় ফাইল এর সাইজ যে,কেউ কেয়ার করবে না।বাট কিছু মানুষের আগ্রহ দেখে আর থাকতে পারলাম না । আমাদের ডিজিটাল দেশ -এ মানুষ কত কষ্ট করে নেট ব্যাবহার করে ,আবার সে কিভাবে ডাউনলোড করবে,যদি কেউ ডাউনলোড করতে যান,তাহলে আপনার মোটামোটি ৭৫০ এমবি খরচ হবে,তারচেয়ে ভালো হবে ৫০ টাকা দিয়ে কপি কিনে ব্যাবহার করেন :P,যাক বিনা পয়সাতে আর বুদ্ধি দিবো না।আসল কথায় আসা যাক,আজ যে পোষ্ট টা করছি,তা হলো মাইক্রোসফট অফিস ২০১০ কে নিয়ে । আশা করি সবার কাছে ভালো লাগবে।

প্রথমে দেখে নিন,নতুন এই ভার্সনটা তে কি কি যোগ করা হইছেঃ
  • Microsoft Excel 2010
  • Microsoft Outlook 2010 with Business Contact Manager
  • Microsoft PowerPoint 2010
  • Microsoft Word 2010
  • Microsoft Access 2010
  • Microsoft InfoPath 2010
  • Microsoft Communicator
  • Microsoft Publisher 2010
  • Microsoft OneNote 2010 – New addition to suite
  • Microsoft SharePoint Workspace 2010 – New addition to suite
  • Microsoft Office Web Apps
  • Integrated solution capabilities such as enterprise content management (ECM), electronic forms, and information rights and policy capabilities
এখন আপনি মনে মনে ভাবতে পারেন,কিরে ভাই ?? আজবতো এটা তো আমি অনেক দিন থেকে ব্যাবহার করতেছি,হুম আমি কি না কইছি :D,কারন এটা কিছু নিউ লুক অ্যাড করা হইছে,তাই শেয়ার করলাম ।

এটা ৩২ বিট এবং ৬৪ বিট এর জন্য কাজ করবে,আর ডাউনলোড লিংক মেডিয়া ফায়ার কে ব্যাবহার করা হয়েছে ।
এখন নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
১ম লিংক
২য় লিংক
৩য় লিংক
৪র্থ লিংক
মোট সাইজ হচ্ছে ৭৫০ এমবি ।
এবার ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে ব্যাবহার করা শুরু করে দিন ।

কিভাবে উইন্ডোজ ৭ কে জেনুইন করবেন?

সবাই কে সালাম ও শুভেচ্ছা কেমন আছেন সবাই, আজ আমি দেখাবো কিভাবে উ৭ কে অ্যাক্টিভ করতে হয়। মনো যোগ সহকারে প্রতি টি জিনিস দেখবেন । তাহলে শুরু করা যাক ………
আমি যে টিপস টা শেয়ার করব, সেটা হল কি ভাবাবে উইন্ডোজ ৭ কে জেনুইন করতে হয়।
প্রথমে এই টা ডাউনলোড করে অ্যাক্টিভ করে নিতে হবে ………
DOWNLOAD LINK ###
এটা ইন্সটল করা হয়ে গেলে আপনার সিস্টেম কে রিস্টার্ট করেন তার পর মাই কম্পিউটার এ গিয়ে চেক করেন ,ওখানে দেখাবে আপনার উইন্ডোজ ইজ অ্যাক্টিভ :D
এখন কি ভাবে বুজবেন আপনার উইন্ডোজ ৭ অ্যাক্টিভ হইছে কি না ???
মাই কম্পিউটার ওপেন করে দেখেন । যদি নিচের পিকচার এর মতো কোন পিকচার আসে ,তাহলে বুজতে হবে আপনার উ৭ টি অ্যাক্টিভ হইছে ।:D

কিভাভে রিমুভ ওয়াট দিয়ে আপনার উইন্ডোজ ৭ এর ব্ল্যাক স্ক্রীন কে নরমাল করবেনঃ

নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন………এখানে
উপরের লিংক থেকে ডাউনলোড করা হয়ে গেলে কাজ শুরু করে দিন ।
ক্লিক করার পর ,আপনাকে রিস্টার্ট করতে বলা হবে , রিস্টার্ট করে নেন,তারপর দেখেন ব্ল্যাক স্ক্রীন আর নেই ।
আজ এখানে শেষ করলাম ।আল্লাহ্‌ হাফেয । ভাল থাকেন সব সময়। :D

কি ভাবে উইন্ডোজ এক্সপি কে জেনুইন করবেন ?

এখন নকল সব কিছুতেই চলে, আপনি কিছু কিনে আর শান্তি পাবেন না,মনে করেন আপনি বাজার থেকে এই মাত্র উইন্ডোজ এক্সপি -এর একটা নিউ ভার্সন কিনে নিয়ে আসলেন ,যখন ঘরে এসে কম্পিউটার কে ফরম্যাট দিলেন ,দেখলেন রাইট সাইট -এ ছোট্ট করে লিখা আছে ,উইন্ডোজ কে জেনুইন করতে,এখন ত রাগে মাথার চুল টানতে মনে চায়.কি আর করবেন ,মনে মনে দোকানদার কে গালি দিবেন,কিন্তু না গালি দেওয়ার কোন দরকার নাই। কি চমকে গেলেন নাকি.যদি কাল টাকা সাদা করা যায়,তাহলে আপনি কেন কালো উইন্ডোজ কে সাদা করতে পারবেন না, চলেন কি ভাবে করবেন তা এখন আলোচনা করা যাক.
এখান থেকে ডাউনলোড করেন

এ ছাড়া আপনি এই সফটওয়্যারটি দিয়ে আপনার উইন্ডোজ কে জেনুইন করতে পারবেন।আমি এখানে ২টা লিঙ্ক দিলাম ঃ
১ম লিঙ্ক
২য় লিঙ্ক
এবার ডাউনলোড করা ফাইলটা কে Extract করে নিন, তারপর yes ক্লিক করেন ,পিসি কে রিস্টার্ট করুন, হয়ে গেল আপনার উইন্ডোজ জেনুইন.