পিসি হেল্প ৩

 মাদারবোর্ডের ড্রাইভার পাবেন যেখানে

কম্পিউটারে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে মাদারবোর্ডের চালক সফটওয়্যার, অর্থাৎ ড্রাইভার ইনস্টল করতে হয়। মাদারবোর্ডের সঙ্গে ড্রাইভারের সিডি এমনিতে থাকে। তবে কোনো কারণে সেটা হারিয়ে গেলে বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পেতে আছে ওয়েবসাইট। নিচে কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো, এসব সাইটে বিভিন্ন মাদারবোর্ডের ড্রাইভার পাবেন।
http://download.cnet.com/windows/drivers
http://drivers.brothersoft.com
http://driver.softpedia.com
http://downloadcenter.intel.com/Defult.aspx
www.driversdown.com
www.soft32.com
www.driverfiles.net
www.driverskit.com
www.nodevice.com
www.techspot.com/drivers
www.downloadatoz.com/driver


USB Pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করুন ।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করবেন তাই নিয়ে আলোচনা করবো ।
USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করে আপনি পিসি এর গতি বৃদ্ধি করতে পারবেন ।
Windows 7  ইউজার রা খুব সহজেই এই কাজটি করতে পারবেন Readyboost software  দ্বারা । আর এই সফটওয়্যার টি Windows 7  Built-in এ দেয়া থাকে ।
Windows XP ইউজারদের  Ebooster নামে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে ।
আসুন তাহলে দেখে নেই কিভাবে কাজটি করতে হবে !!!!!
Windows 7 Users:
১। আপনার USB  ড্রাইভ টি লাগান ।
২। অটো প্লে বক্স থেকে Speed UpMy System অপশনটি সিলেক্ট করুন ।
(যদি অটো প্লে বক্স না ওপেন হয় তাহলে [ My Computer -> RightClick on your Flash Drive -> Properties->Choose ReadyboostTab. ] সিলেক্ট করুন ।)
৩। এবার দুটো অপশন দেখতে পাবেন ।
*. Dedicate this device to Ready boost : This will use entire memory of Flash drive as RAM.
*. Use this Device : Using this youcan Reserve space for storing data in USB and the space left will be used as RAM.
৪। আপনার পছন্দের অপশন সিলেক্ট করে OK দিন ।
আপনার USB  ড্রাইভ টি RAM এ Convert হয়ে গেল ।
UNDO করতে ( goto My Computer -> Right Click on yourFlash Drive -> Properties->Choose ReadyboostTab) & Select ” Do not use this Device ” in the above step and Click OK.
 Windows XP Users :
১>> Install Ebooster (  http://www.mediafire.com/?l4ymvrmgmfz  ) Full version (4.43 MB)
২>> Ebooster open করুন and Detect your USB device and select a options.
কতটুকু memory র‍্যাম  হিসেবে  allocate করতে চান তা সিলেক্ট করুন ।
৩>> Click OK .
৪>> একটা  pop window  ওপেন হবে তারপর  ” Start Build Cache ” সিলেক্ট করুন ।
কাজ শেষ ।
UNDO করতে  select Stopbuild Cache and then Remove করুন ।


মোবাইল এর গেম খেলুন পিসিতে!!


এখন আপনি চাইলে আপনার মোবাইল এর গেম গুলি পিসিতে খেলতে পারবেন।
আর এতে আপনি আপনার মোবাইল এর গেম পিসিতে খেলার অভিজ্ঞতাও হয়ে যাবে!
তাহলে, একবার পরখ করেই দেখুন না কেমন লাগে। এজন্য আপনার দরকার হবে এক ধরনের এমুলেটর এর। আর মোবাইল এর গেম পিসিতে খেলার জন্য জনপ্রিয় একটি এমুলেটর হচ্ছে
SJ Boy Emulator
ডাউনলোড লিঙ্কঃ
তাই, আর দেরি কেন? ডাউনলোড করুন আর খেলতে থাকুন মোবাইল এর গেম পিসিতে

জেনে নিন আপনার কম্পিউটার মোট কতবার ON হয়েছে ও কত ঘণ্টা মোট চলেছে


এই সফটওয়্যার দিয়ে আপনি সহজেই দেখতে পারবেন আপনার কম্পিউটার মোট কত বার চালু হয়েছে মোট কত ঘণ্টা চলেছে!
ও হা আরএকটা কথা হার্ড ডিক্স এর তাপমাত্রা কত তাও এই সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন 
আসুন দেরি না করে সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করে নিন
ডাউনলোড করতে এই খানে ক্লিক করুন
 SKIP AD এ ক্লিক করুন ...


উইন্ডোজ থেকেই পার্টিশন করুন আপনার ড্রাইভ।



প্রথমে কম্পিউটার ম্যানেজমেন্ট এ যান। যারা জানেন না কীভাবে যেতে হয়, তারা প্রথমে start menu তে ক্লিক করুন। তারপর computer এর উপর রাইট মাউস বাটনে ক্লিক করুন। তারপর manage এ ক্লিক করুন। দেখতে পারবেন আপনার কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন হয়ে গেছে।
১. বাম পাশে এক নং ধাপে দেখতে পারছেন Disk Management,  এখানে ক্লিক করুন।
২. এখন আপনার ডিস্ক গুলো শো করবে। আপনি যে ড্রাইভটা পার্টিশন করতে চান তার উপর রাইট মাউস বাটনে ক্লিক করুন। এবার Shrink Volume.. এ ক্লিক করুন।
৩. Shrink window ওপেন হলে আপনি Enter amount of space এ আপনার প্রয়োজনীয় স্পেস লিখুন। যেমন আপনার যদি ২০ জিবি দরকার হয় আপনি লিখবেন ২০০০০।
৪. এরপর Shrink বাটনে ক্লিক করুন। দেখবেন নতুন free space যুক্ত ড্রাইভ যোগ হবে। যেমন উপরের ছবিতে ৪ নং মার্কযুক্ত ড্রাইভ যুক্ত হয়েছে।
৫. free space যুক্ত ড্রাইভ এর উপর রাইট মাউস বাটনে ক্লিক করে New simple volume ক্লিক করুন। তারপর, পরপর দুই বার নেক্সট করুন। এখন যে উইন্ডোটি আসবে সেখান থেকে Assign drive letter থেকে আপনার পছন্দমতো ড্রাইভ লেটার সিলেক্ট করুন। তারপর Volume lebel থেকে আপনার ড্রাইভ এর নাম লিখুন। এরপর next করুন, তারপর finish করুন।