মোবাইল হেল্প ১


কিভাবে মোবাইলে দেখবেন বাংলা। 

আসসালামুয়ালাইকুম।সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
সমস্যায় জর্জরিত অনেকেই এই একটা সাধারণ বিষয়ে খুব বেশি। একই সমস্যার জন্য শত শত পোস্ট আসছে।আর এক্সপার্টরা সমাধান স্বরূপ লিখছেন বার বার একই কথা।তাই একটা নোট করে রাখার পরিকল্পনা মাথায় আসল।যার সমস্যা জাস্ট এখানে ঢুঁ মারলেই হবে।দেখে নিন কিভাবে মোবাইলে দেখবেন বাংলা।
এটা সম্পূর্ণ অপেরামিনি এর জন্য।অন্য কোন ব্রাউজারে এটা কাজ করবেনা।তাই UC WEB যারা ব্যাবহার করেন তাদের জন্য কোন রাস্তা নেই মোবাইলে বাংলা দেখতে হলে।চলুন শুরু করা যাক।
প্রথেমেই অপেরামিনি চালু করুন।Address বার এ www. কেটে দিন। এখানে “opera:config” লিখে পাওয়ার ইউজার সেটিংস এ ঢুকুন।এখানে একেবারে নিচে যেয়ে দেখুন “Use bitmap fonts for complex scripts” লেখা আছে।এখানে “Yes” নির্বাচন করে নিচে Save করে বের হয়ে আসুন।কাজ শেষ।
এটা শুধু মাত্র অপেরামিনি’র কিছু ভার্শনের জন্য।
Opera Mini 4/4.2/5/5.2 beta/6/6.1 beta/6.5 beta
অনেকেই জানেন যে অপেরামিনি 5/5.2 beta/6/6.1 beta/6.5 beta তে লেখা কপি করা যায়। যদি কপি করার সময় দেখেন যে লেখা মার্ক হচ্ছেনা,তবে আবার পাওয়ার ইউজার সেটিংস এ ঢুকতে হবে।এখানে যেয়ে নিচে “Use bitmap fonts for complex scripts” এ “No” নির্বাচন করে নিচে Save করে বের হয়ে আসুন।তবে এটা করলে কিন্তু বাংলা দেখতে পারেবননা।ভাঙ্গা ফন্টস(বক্স টাইপ লেখা) কপি করুন।এটাই আপনার কাঙ্খিত বাংলা লেখা।কপি শেষ হলে এবার আবার “Use bitmap fonts for complex scripts” এ “Yes” নির্বাচন করে নিচে Save করে বের হয়ে আসুন।
যেখানে পেস্ট করবেন,দেখবেন আপনি যা চাইছেন তাই পেস্ট হয়েছে।
এটা সাধারনত হয়না। বাংলা লেখা পুরাই দেখা যায় অনেক সময়।
এছাড়া যাদের মোবাইলে বাংলা লেখা যায়না তাদের ফোনে ডিফল্ট ভাষা বাংলা না থাকলে লেখা সম্ভব না।যদি আপনার ফোনটি হয় Symbian S60 এর।তাহলে এখান থেকে সফটওয়্যার টি নামিয়ে নিন।খুব সহজেই লিখুন বাংলা।
ভাল থাকুন।ধন্যবাদ।

মোবাইলে অনাকাংখিত কেউ বিরক্ত করলে তাকে যেভাবে উচিত শিক্ষা দেবেন…

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজ অনেকদিন পর লিখতে বসলাম ।একটি মজার জিনিস শেখাবো আজ আপনাদের ।অনেকেই জানেন এটা,আবার অনেকেই জানেন না।
অনেক সময় মোবাইলে বিরক্তিকর কল আসে ।তখন আমরা বিরক্তিকর কলারের হাত থেকে বাচতে নানা উপায় খুজে বের করি ।কল ব্লক করি ,আবার সফটওয়্যার ইউজ করি কল ব্লকের ।আজকে আমি আপনাদের যে ট্রিকস দেখাবো তাতে বিরক্তিকর কলারদের সহজেই সমুচিত জবাব দিতে পারবেন….যাতে তারা আর বিরক্ত না করে :P এতে করে না লাগবে কল ব্লকের পয়সা,না লাগবে সফটওয়্যার ।তো দেখুন তাহলে কি করবেন -
প্রথমে মোবাইলের Call divert অপশনে যান ।
এখন Divert when busy > If busy> Activate সিলেক্ট করুন ।
এখন To other number অপশনে আপনি আপনার অপারেটর সিলেক্ট করুন ।
১. জিপি ইউজার- ১২৬৬ চাপুন
২. রবি ইউজার- ৮১২১ চাপুন
৩. এয়ারটেল ইউজার- ৭৮৯ চাপুন
৪. বাংলালিংক ইউজার ৭৭০ চাপুন

ব্যস ! আপনার কাজ শেষ J এখন আপনাকে কেউ কল করে বারবার বিরক্ত করলে জাস্ট কলটি রিসিভি না করে কেটে দিন ।তার মোবাইলে অহেতুক কলচার্জ কাটা শুরু হয়ে যাবে তাহলে :P
আর যদি বিরক্তিকর কলারকে দমিয়ে রাখতে না চান তাহলে মোবাইলের কল ডাইভার্ট অপশন থেকে Divert when busy / If busy >cancel অপশনে গিয়ে এই সিস্টেম অফ করে দিন ।

আপনার PC/Laptop Control করুন আপনার মোবাইল ফোন এর Bluetooth এর মাধ্যমে।

আসসালামু আলাইকুম,
আমি আসলে খুব উল্লাস নিয়ে এই পোষ্ট টা করছি কারন আমি খুব সাধারন ১ জন মানুষ যে খুব কম কিছুতেই আনন্দ পেয়ে যাই।অনেক অনেক সফটওয়্যার আছে জানি কিন্তু আমি আসলে বহুদিন ধরে ১টা ভাল সফটওয়্যার খুজছিলাম যেটা দ্বারা আমরা আমাদের মোবাইল ফোন ব্যবহার করে কম্পিউটার কে নিয়ন্ত্রন করতে পারব।যেমন আপনি বেশ আয়েশ করে বিছানায় শুয়ে ১টা মুভি দেখছেন,কিন্তু হুট করে থামতে হল বা ভলিউম বাড়াতে হল বা Next করতে হল,আমাদের সত্যি ওই সময় টাতে অনেক মেজাজ খারাপ হয়ে যায় উঠে এসে Mouse Use করতে।এমন ও হতে পারে কথাও Microsoft Office powerpoint এ Slide পরিবর্তন করতে হচ্ছে দূর থেকে,সেটাও সম্ভব।এমন আরও অনেক কিছু আছে এই ১৬ MB এর মাঝে।পুরো Desktop টাই চলে আসবে আপনার মোবাইল ফোনের Screen এ।বিশ্বাস না হলে এক্ষুনি দেখুন কি মজা অপেক্ষা করছে।আমি আমার নোকিয়া ৫৩১০ এক্সপ্রেস মিউজিক দিয়ে বেশ ভালোই কাজ করতে পারছি।
আমি Install করার Procedure বলে দিচ্ছি,
  1. http://www.vectir.com/ এখান থেকে সফটওয়্যার টি Download করে Install করুন আপনার কম্পিউটার এ।
  2. এর মাঝে Mobile Bluetooth Remote Control ও Mobile Wifi Remote Control নামে ২টা ফাইল আছে।
  3. আমি Wifi এর ব্যাপারে বলতে পারছিনা কিন্তু Bluetooth দিয়ে খুব সহজেই কম্পিউটার এর সাথে Connection করতে পারবেন।
  4. Mobile Bluetooth Remote Control এর মাঝের .jar ফাইল আপনার মোবাইলে Install করুন।
  5. প্রথমে পিসি আর মোবাইল এর মাঝে Bluetooth এ Pair করে নিন।
  6. এরপর কম্পিউটার ও মোবাইল এ এক সাথে Bluetooth অন করে Connection দিলেই


আপনিই হয়ে যান আপনার বাংলালিংক সীমের কাস্টমার ম্যনেজার।

প্রথমেই আপনাদের বলে দেই কি কি সুবিধা পাবেন এই অনলাইন সার্ভিস টি থেকে
১। ব্যলেন্স দেখতে পারবেন
২। আপনার এফ.এন.এফ দেখতে পারবেন অনলাইনে।
৩। আপনার সীমটি বর্তমানে কোন প্যাকেজে আছে দেখতে পারবেন।
৪। আপনার সীমের পিন কোড এবং পাক কোড জানতে পারবেন।
৫। সর্ব শেষ বিশটি ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন।
৬। সর্ব শেষ ১০টি রিচার্জ কতটাকা করেছেন, কখন করেছেন দেখতে পারবেন।
৭। এফ.এন.এফ নাম্বার এড করতে পারবেন এবং ডিলিট ও করতে পারবেন।
৮। বাংলালিংক এর যে কোন ভ্যালু এডেড সার্ভিস এড এবং রিমোভ করতে পারবেন।
৯। বাংলালিংক এর সার্ভিস সম্পর্কে যে কোন ধরনের অভিযোগ অনলাইনে দিতে পারবেন এবং ২৪ ঘন্টার ভেতরে রিপ্লে পাবেন।
১০। প্রিয়জন সার্ভিস চালু করতে পারবেন।
তাহলে দেখে নিন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলালিংক এর অনলাইন সার্ভিসটিতে
প্রথমে আপনার বাংলালিংক মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান এবং টাইপ করুন
Reg
পাঠিয়ে দিন
৯৮৭৬ নাম্বারে
সাথে সাথে ফিরতি sms এ আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন।
তার পর নিচের লিংক যানঃ
http://onlineservice.banglalinkgsm.com/BOS/UserManagement/Login.aspx
তার পরMobile No অপশনে আপনার নাম্বারটি দিন এবং পাসওয়ার্ডটি দিন। এবার Sign In ক্লিক করুন