কীবোর্ড শর্টকাট

যে কোনো Program এর Keyboard Shortcut তৈরী করুন নিজেই

খুব ই সাধারন ১টা জিনিস হয়ত বা আমরা জানিনা।এত কিছুর মাঝে অনেক সময় এমন ছোট-খাট জিনিস অজানা থেকে যেতে পারে।keyboard shortcut ব্যবহার করে যে কোনো Program চালু করতে পারলে কেমন হত?অবশ্যই Fast.যেমন Ctrl+Shift+Esc দিয়ে task manager চালু করা যায়।
আসুন দেখে ফেলি কি ভাবে Windows Xp,Vista and Windows 7 তে যে কোনো Application/Program/Games keyboard shortcut ব্যবহার করে চালু করা যায়।

  1. START>any program>right click on selected Program>Properties (এখানে আমি Circuit Maker ব্যবহার করেছি)
  2. Shortcut key এর জায়গায় আপনার পছন্দ মত Key চাপুন।(আমি ctrl+Num 0 দিয়েছি)
  3. OK Click করুন।
  4. এখন ইচ্ছে মত Program Launch করুন।