শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১

আমার সোনার বাংলা...আমি তোমায় ভালবাসি...


Headphone দিয়ে Laptop/Desktop কে Loud-Speaker হিসেবে ব্যবহার করে উপস্থাপনা করুন Home/Office/Class Party তে।


আসসালামু আলাইকুম,
বেশ মজার আর জরুরী ১টা ব্যপার নিয়ে একটু বলতে চাই।অনেক ভাইয়ারা এটা নিয়ে বেশ ভাল ভাবে লিখেছেন তবে আমি একটু সহজে কাজ টা করতে চেষ্টা করব। ধরুন,আমাদের বাসা/অফিস/ক্লাস এ অনেক সময় ছোট্ট কিমবা মাঝারি Party/Festival করা হয়। বেশীরভাগ সময় সেখানে গান,উপস্থাপনা বা সবাই যেন শুনতে পারে এমনটা দরকার পরে। তাই Microphone, Loud-Speaker, Amplifier এগুলো সহ আর বিশাল ঝামেলার পেছনে দৌড়াতে হয়।
একটু ভাবুন এটা যদি আপনার Desktop/Laptop টা দিয়েই করতে পারতেন এর Headphone/headset(যা দিয়ে কথা বলা যায়) আর Speaker এর মাধ্যমে? কাজ টা কিন্তু তত টাই সহজ যতটা আপনি ভাবছেন। আসুন দেখে ফেলি।
আমি Procedure বলে দিচ্ছি।
1.একটা Desktop/Laptop সাথে “Realtek HD Audio Driver” (Maximum Desktop/Laptop এ Sound এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে) Install করা থাকতে হবে।
2.একটি সচল Headset/Microphone সহ Headphone (সাধারনত সব Headphone এ Microphone থাকে)।
3.Microphone সবসময় Pink Port আর Speaker সবসময় Green Port এ Connect করুন।
4.Taskbar এ show hidden icon এ গিয়ে Realtek HD Audio Manager এ Double Click করলে window টি চালু হবে।
5.এবার উপরে Microphone অপশন এ গিয়ে Play Back Volume Unmute করুন আর মজা দেখুন
Mobile: 01717-868196
Powerd by : MiloN--> FOR YOU...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন